
ওঙ্কার ডেস্ক: আগামী সপ্তাহের সোমবার থেকেই চড়বে তাপমাত্রা, বাড়বে গরম। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস তরফে আরো জানানো হয়েছে, আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে দক্ষিণবঙ্গে। আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আপাতত পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ দুদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। যার ফলে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা আবার বাড়বে। যার ফলে কলকাতায় ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে তাপমাত্রা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। দার্জিলিং ও কালিম্পং-এর সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জেলায়।