
ওঙ্কার নিউজ ডেস্ক: বছর শুরুতে চেনা ছন্দে ফিরেছিল শীত। কিন্তু তাতে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার কারণেই আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আবার উঠতে পারে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের আগামী মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। উত্তরে রয়েছে ঘন কুয়াশার সর্তকতাও। কুয়াশার কারণে উত্তরের প্রায় সব জেলাতেই কমবে দৃশ্যমানতা। শনিবার ও রবিবার সকালে ঘন কুয়াশার সম্ভাবনা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জেলাতেও রয়েছে কুয়াশার সতর্কতা। তবে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তর ও দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ। পশ্চিমিঝঞ্ঝা নতুন করে সক্রিয় হয়েছে রাজ্যে। যার ফলে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া। অন্যদিকে রাজ্যে পূবালি হাওয়ার প্রভাব বাড়তে পারে আগামী কয়েকদিনে। ফলে শীত কিছুটা কমবে। বাতাসে বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমাণও।