
তামসী রায় প্রধান, কলকাতাঃ মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হলেও এখনই তা কার্যকর হয়নি। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচনে সেই সংরক্ষণ বিলের নিয়ম মেনে প্রার্থী দিতে চলেছে।
পদ্ম সূত্রে খবর, লোকসভায় ৩৩ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়া হবে। সংরক্ষণের নিয়ম মেনে পশ্চিমবঙ্গে লোকসভার ৪২ টি আসনের মধ্যে ১৪ টি আসনে মহিলা প্রার্থী দেবে গেরুয়া শিবির।
বঙ্গ বিজেপির একটি সূত্রের খবর, সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে দুই সাংসদ লকেট চট্টোপাধ্যা য় ও দেবশ্রী চৌধুরি থাকছেন। এ ছাড়া অগ্নিমিত্রা পল, শ্রীরূপা মিত্র চৌধুরী, ভারতী ঘোষ, মাফুজা খাতুন, রূপা গঙ্গোপাধ্যা য়, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, ফাল্গুনি পাত্র, মধুছন্দা কর ও নাম রয়েছে। যদিও সবটাই নির্ভর করছে বিজেপির সংসদীয় কমিটির উপর।