
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সম্প্রতি শেষ হয়েছে অষ্টদশ লোকসভা নির্বাচন. আর লোকসভা ভোট মিটতে না মিটতেই বাজলো উপনির্বাচনের দামামা. আগামী ১০ জুলাই রাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন. উপনির্বাচন হতে চলেছে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে. রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওযায় এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে. বিধায়ক সাধন পাণ্ডের প্রয়াণে খালি হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্র. এই কেন্দ্রেও ভোট হবে ১০ জুলাই. উপনির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ জুলাই.