
ওঙ্কার ডেস্ক:বাংলায় আলুর সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করেছে রাজ্য সরকার। সেই নির্দেশ মতো রাজ্যের সীমান্ত এলাকাগুলি দিয়ে আলু পাচার রুখতে সক্রিয় রাজ্য পুলিশ।তাই রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই ট্রাক গুলি। সোমবার আসানসোলের কুলটির বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আলু বোঝাই ট্রাক আটকাতে দেখা গেল পুলিশি তৎপরতা। সমস্ত ট্রাক গুলি চেক করে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি গুলি। যার জেরে ১৯ নং জাতীয় সড়কে সার দিয়ে দাড়িয়ে আছে আলু বোঝাই ট্রাক। ড্রাইভারদের থেকে জানা গেছে টানা তিন চার দিন ধরে দাড়িয়ে আছে তারা। দীর্ঘদিন আলু নিয়ে ঘুরলে বা দাড়িয়ে থাকলে পচে নষ্ট হবে আলু। এবং দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে আর্থিক ক্ষতির মুখ পড়ছে তারা, একই অবস্থা আলু ব্যবাসায়ীদের। সরকারের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি তাদের বারবার শুধু বিভ্রান্ত হয়েছে বলেই জানিয়েছেন ট্রাক ড্রাইভাররা। এই অবস্থায় সরকার যদি দ্রুত হস্তক্ষেপ না করে তাহলে খুব বড় সমস্যায় পড়বে ট্রাক ড্রাইভার, মালিক আলু ব্যাবসায়ীরা।
ভিডিও দেখুন-