
ওঙ্কার ডেস্ক : ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৮ মার্চ। পরীক্ষা শুরুর আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার নিয়মকানুন নিয়ে জারি করল কড়া নির্দেশিকা। ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা স্বচ্ছ ভাবে পরিচালনার জন্য নয়া নির্দেশিকা গুলি হল – পরীক্ষার হলে কোনও পরীক্ষার্থী টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে সেই পরীক্ষার্থীর এই বছরের পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হবে। এবছর থেকে সংসদ থেকে সরাসরি ছোট ছোট অংশে প্যাকেটে ভরে প্রশ্নপত্র পাঠানও হবে প্রত্যেক স্কুলে। প্রশ্নপত্র গুলি খোলা হবে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক অথবা ভেনু সুপারভাইজারের দ্বারা। প্রতি ঘরে ২৫ জন পরীক্ষার্থীর জন্য বরাদ্দ থাকবে একজন করে শিক্ষক – শিক্ষিকা। পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হলে বরাদ্দ থাকবে দুই জন করে পর্যবেক্ষক।
এছারাও নির্দেশিকায় জানানো হয়েছে , পরীক্ষা শুরু হবে সকাল ১০-টায় এবং শেষ হবে দুপুর ১-টা ১৫ মিনিটে। পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে হবে অন্তত ৭টা ৪৫ মিনিটের মধ্যে। পর্যবেক্ষকদের পরীক্ষা কেন্দ্রে ঢুক্তে হবে সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে। ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। সকাল থেকেই মজুত থাকবে একাধিক পুলিশকর্মী। পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কাছাকাছি ফটোকপির কোনও দোকান খোলা রাখা যাবে না সঙ্গে বাজানো যাবে না মাইকও।
এই প্রসঙ্গে শিক্ষক সংগঠন থেকে বলা হয়, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষকের পরিমান অনেকই কম। কিন্তু গত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এত পর্যবেক্ষক নিয়োগ করতে হলে অন্য স্কুল থেকে শিক্ষক আনাতে হবে। তাই সরকারের উচ্চ মাধ্যমিক স্তরে আরও শিক্ষক নিয়োগ করা উচিত।