
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ বাংলার পেল আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। সবুজ পতাকা দেখিয়ে যাত্রা সূচনা করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দেশ জুড়ে মোট ছ’টি সেমি-হাইস্পিড ট্রেনের যাত্রা শুরু করেছে।
নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা হল। রবিবার হাওড়া-গয়া-হাওড়া, হাওড়া-রাউরকেলা, হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রা সূচনা করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এদিন দেশে যে মোট ছ’টি সেমি-হাইস্পিড ট্রেনের যাত্রা শুরু করেছে। তার মধ্যে অন্যতম হল হাওড়া-গয়া বন্দে ভারত। হাওড়া-গয়া রুটের পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে এদিন। এদিন হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস প্রান্তিক স্টেশন ছাড়াও যাত্রাপথে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পরশনাথ এবং কোডার্মা স্টেশনে দাড়াবে। অর্থাৎ প্রায় ৪৬০ কিলোমিটারের যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়াবে হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ওই রুটে ১৬টি কোচের বন্দে ভারত চালানো হবে। সকাল ৬ টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছা়ড়বে। সকাল ৮ টা ২৮ মিনিটে দুর্গাপুরে পৌঁছাবে। আসানসোলে পৌঁছাবে সকাল ৮ টা ৫৩ মিনিটে। ধানবাদে সকাল ৯ টা ৪৩ মিনিটে পৌঁছাবে। পরশনাথে পৌঁছাবে সকাল ১০ টা ১৩ মিনিটে। সকাল ১০ টা ৫৮ মিনিটে পৌঁছাবে কোডার্মায়। আর বেলা ১২ টা ৩০ মিনিটে গয়ায় পৌঁছাবে। এই ট্রেন আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে নিয়মিত ভাবে চলাচল করবে। এদিন নিয়মিত ভাবে চলাচল করবে হাওড়া-রাউরকেলা বন্দে ভারত। হাওড়া-ভাগলপুর কবে থেকে নিয়মিত চলাচল করবে, তা এখনো জানানো হয়নি।