
ত্রয়ণ চক্রবর্ত্তী, ওঙ্কার বাংলাঃ ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচন। সাগরদিঘী মডেলেই এখানেও বাম-কংগ্রেসের বোঝাপড়া হয়েছে। এখানে সিপিএম প্রার্থী ইশ্বর চন্দ্র দাসকে সমর্থন জানিয়েছে প্রদেশ কংগ্রেস। শেষবেলায় যৌথ প্রচার হওয়ার কথা। সব ঠিক থাকলে হয়তো ১লা সেপ্টেম্বর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী একসাথে ধূপগুড়ি উপনির্বাচনে প্রচার করবেন।
১৯৭৭ থেকে ধরা গেলে দেখা যাবে। ১৯৭৭ থেকে ২০১৬ অবধি সিপিএম বিধায়ক থাকলেও, ২০১৬ বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভায় জেতেন তৃনমুল প্রার্থী মিতালি রায়। কিন্তু ২০২১ এর নির্বাচনে, তৃনমুলের থেকে আসন ছিনিয়ে নেয় বিজেপি। জেতেন পদ্মপ্রার্থী বিষ্ণুপদ রায়। তার মৃত্যুতেই উপনির্বাচন হতে চলেছে এই আসনে।
তবে সব পেরিয়ে সিপিএম কর্মীদের মনে প্রশ্ন কংগ্রেস ভোটারদের ভোট সিপিএম প্রার্থীর ভোট বাক্সে আসবে তো? তাদের অভিজ্ঞতা ২০১৬ থেকে একাধিক সময় জোট করে লড়াই করেছে একদা এই দুই যুযুধান গোষ্ঠী। কিন্তু কংগ্রেস যেখানে প্রার্থী দিয়েছে বামেদের ভোট হাত চিহ্নে পড়লেও,বাম প্রার্থীরা একাধিক স্থানে কংগ্রেসের ভোট পায় নি বলেই তাদের মূল্যায়ন। সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর এক সদস্যের কথায়,আমরা আমাদের কাজ অর্থাৎ তৃনমুল ও বিজেপি বিরোধী লড়াইকে শক্তিশালী করার চেষ্টা করছি,অপরপক্ষ যদি তাতে যোগ না দেয় সেটা তাদের বিষয়।