
সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: ৩০০ বছরের প্রাচীন স্থাপত্য ঘিরে মেলার আসর বসিরহাটের ধান্যকুড়িয়া গ্রামে। উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রামে রয়েছে ইংরেজ আমলের জমিদারদের রাজবাড়ি। সেই গাইন বাড়ি, সাউ বাড়ি, বল্লভ বাড়িতে রয়েছে পুরনো জমিদারি ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্যের ছোঁয়া।
ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে এই স্থাপত্যগুলিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এই প্রাচীন বাড়িগুলিকেই ঘিরে উৎসবের আয়োজন করা হয়েছে। এবার ধান্যকুড়িয়া উৎসব তিন বছরের পা দিল। ইতিমধ্যে ধান্যকুড়িয়া গাইন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে।
সরকারিভাবে শুরু হওয়া এই উৎসবে মানুষজন সানন্দে অংশ গ্রহণ করছেন । আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গিয়েছে। প্রাচীন এই স্থাপত্য পর্যটনশিল্পে বসিরহাটের নাম আগামী দিনে আরও উজ্জ্বল করবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের কাছে বরাবর পছন্দের তালিকায় থাকে ধান্যকুড়িয়ার রাজবাড়িগুলি। এবার উৎসবে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মেলা।
ভিডিও দেখুন-