
ওঙ্কার বাঙ্গালা ডেস্ক:বিএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় আয়োজিত হল বাইক র্যালি। প্রায় ৭৫ টি মোটরসাইকেল করে ১৩০ জন বিএসএফ জওয়ান এই প্রদর্শন করেন। শুক্রবার নদীয়ার চাপড়ার হৃদয়পুর থেকে শুরু হয় এই র্যালি। প্রত্যেক বিএসএফ জওয়ানের হাতে ছিল দেশের জাতীয় পতাকা।
বিএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বাইক র্যালি নজর কেড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের। কাঁটাতারের ধার দিয়ে সারিবব্ধভাবে এগিয়ে চলে বাইক মিছিল।
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কড়া নজরদারি থাকলেও রাতের অন্ধকারে নজর এড়িয়ে বেআইনি চোরাকারবারের কাজ হওয়ার খবর মেলে মাঝে মাঝে। চোরা কারবার রুখতে ভারত বাংলাদেশে সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে আরো কড়া নজরদারি ব্যাবস্থা করেছে সীমান্ত রক্ষী বাহিনী। মূলত চোরা কারবারিদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে এবং সচেতন করতে বিএসএফ এদিন বাইক র্যালি করে।