
নিজস্ব প্রতিনিধি:এবারের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্যের শাসক দল।কার্যত সবুজ সুনামি দেখা গেছে বাংলা জুড়ে। খুশিতে তৃনমূল সমর্থকদের সবুজ আবির নিয়ে হোলি খেলার পাশাপাশি সবুজ রঙের মিষ্টি ও বিতরণ করতে দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই মতোই পঞ্চায়েতে জয় লাভের পর বুধবার রাতে বক্সিরহাটের মহিষকুচি -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা চৌপথিতে বিলি করা হয় ওই সবুজ মিষ্টি। জানা গিয়েছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মোট ১২টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। এছাড়াও পঞ্চায়েত সমিতির তিনটি আসনেই জয়লাভ করেছে তাঁরা। বিপুল ভোটে জয়লাভের খুশিতে শুভেচ্ছা বিনিময় করতে এদিন পথচারী, ব্যবসায়ীদের মধ্যে বিলি করা হয় মিষ্টি।
এ ব্যাপারে স্থানীয় তৃণমূলে অঞ্চল কমিটির সভাপতি ধীরেন বর্মন জানান, পঞ্চায়েতে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃনমূল। তাই গ্রামবাসীদের শুভেচ্ছা জানাতেএক হাজার সবুজ মিষ্টির বরাত দেওয়া হয়েছিল। এদিন পথচলতি মানুষ, ব্যবসায়ী এছাড়াও সাধারণ মানুষের হাতে ওই সবুজ মিষ্টি বিতরণ করা হয়েছে।শুধু বক্সিরহাটই নয় তৃনমূলের সবুজ মিষ্টি বিতরণের ছবি দেখা গেছে রাজ্যের প্রায় সবকটি জেলাতেই।আর সুস্বাদু মিষ্টি খেয়ে উল্লসিত এলাকাবাসীরা ও।