
অনুসুয়া সিনহা,পশ্চিম বর্ধমান:পশ্চিম বর্ধমান জেলার একটি মাত্র গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে বামফ্রন্ট।বৃহস্পতিবার সেই পঞ্চায়েত বোর্ড গঠন করলো সিপিএম ।এখানে পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে জয়লাভ করেছে সিপিএম । পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন সঞ্জয় হেমব্রম, উপপ্রধান হয়েছেন ববিতা বাউরি । রাস্তা নির্মান ও একশো দিনের কাজের টাকার বন্দোবস্ত করাই হবে তাদের মূল লক্ষ্য বলে ,বোর্ড গঠন করার পর জানিয়েছেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমব্রম ।এছাড়া সবসময় গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস ও দিয়েছেন তিনি।জেলার মধ্যে মাত্র একটি পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারায় , আমড়াসোতায় সকাল থেকেই জোড়া হয়েছিলেন অসংখ্য বাম সমর্থক ।তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।