
প্রদীপ মাইতি,পশ্চিম মেদিনীপুর: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাজেহাল রাজ্য সরকার। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে খোদ রাজ্যের শিক্ষা মন্ত্রী সহ শাসক দলের একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। এমত অবস্থায় চাঞ্চল্যকর অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার পারোই গ্রামের বাসিন্দা কালিপদ পতি ও তার একাধিক সহযোগিদের বিরুদ্ধে।
পশিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দাদের অভিযোগ ২০১৪ সাল থেকে প্রাথমিক শিক্ষকের চাকরি করে দেওয়ার নাম করে কয়েকশ কোটি টাকা তুলেছেন কালীপদ পতি, নিত্যানন্দ দত্ত,হারু দত্ত ও তার সহযোগীরা।
কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি সামনে আসার পর কালিপদ পতি ও তার সহযোগীরা এলাকা থেকে পলাতক।
দীর্ঘ দিন অপেক্ষার পর শনিবার সকালে এলাকার প্রায় ১০০ জন চাকরিপ্রার্থী নিত্যানন্দ দত্ত, কালিপদ পতি ও তার সহযোগিদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান।চাকরিপ্রার্থীদের দেখেই ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় কালিপদ পতি, নিত্যানন্দ দত্ত ও তার সহযোগিদের পরিবারের লোকেরা। এ বিষয়ে কিছু জানতেও অস্বীকার করেন তারা পরে এবিষয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ জমা দিতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। উল্টে পুলিশ তাঁদেরকেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয় বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। এমতবস্থায় চাকরি প্রার্থীরা আদৌও কোনদিন টাকা ফেরত পাবেন কিনা সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে ।