
সায়ন মাইতি, পশ্চিম মেদিনীপুরঃ যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বের দরবারে পথ চলা শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে কাজে লাগাতে শুরু করেছে বিশ্বের অন্যান্য দেশগুলি। তবে এই ক্ষেত্রে পিছিয়ে নেই ভারতও। সম্প্রতি ওড়িশাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে ব্যবহার করে একটি সংবাদমাধ্যমে পাঠিকা হিসাবে খবর পড়ছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে কাজে লাগিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিতে যাবতীয় পেশাদারিত্ব শুরু হয়েছে। তাই সেই কথাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে শুরু হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোর্স। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ছয় মাসের জন্য এই কোর্স শুরু হতে চলেছে পড়ুয়াদের জন্য। গ্রাজুয়েশন কমপ্লিট করলেই এই কোর্সে আবেদন করা যাবে। ছয় মাসের এই কোর্সে ছাত্রছাত্রীরা তো অংশগ্রহণ করতে পারবেই তার পাশাপাশি ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করতে পারবেন বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রত্যেক ছাত্র-ছাত্রীর কোর্স ফি তিন হাজার টাকা করে ধার্য করা হয়েছে। এই কোর্স আগামীদিনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে দাবি শিক্ষক সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে ব্যবহার করে গোটা বিশ্ব যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, কেমন ভাবে ভারতবর্ষ একদিন টক্কর দেবে অন্যান্য দেশগুলিকে এমনটাই আশা রাখছেন কলেজ কর্তৃপক্ষ।