
সায়ন মাইতি,খড়গপুর : দেশজুড়ে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে বারবার। মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় স্তম্ভিত নাগরিক সমাজ। মণিপুরে আদিবাসী মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল আদিবাসী সংগঠন ভারত জাকাৎ মাঝি পরগণা মহল। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন। আদিবাসী সংগঠনের নেতৃত্বরা জানান, বিজেপি নেতৃত্বরা সর্বদা আদিবাসী সমাজের পাশে থাকার আশ্বাস দেন। মণিপুরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে। কিন্তু তারপরেও আদিবাসী নারীদের উপর কেন এই নির্যাতনের ঘটনা ঘটলো প্রশ্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বের।
শুধু বিক্ষোভ নয়,এদিন জোর করে দিলীপ ঘোষের বাংলোর গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন ভারত জাকাৎ মাঝি পরগণা মহলের কর্মী-সমর্থকেরা। পুলিশকে ধাক্কা মেরেই তারা গেট ভেঙ্গে ঢুকে পড়েন বাংলো চত্বরে। বাংলোর সীমানার মধ্যেই চলে আন্দোলন।