
শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ বালুরঘাট লোকসভা কেন্দ্র এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এই লোকসভার সংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি। নিজের জয় ধরে রাখতে মরিয়া সুকান্ত। সাত সকাল থেকে নেমে পড়েছে প্রচারে।
বুধবার সকাল সকাল প্রচারে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। নিজের ২২ নম্বরে ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। সন্ধ্যা সিনেমা হলের সামনে চায়ের আড্ডার যোগ দেন তিনি। সাধারণ মানুষের সাথে কথা ও জনসংযোগ করেন। পাশাপাশি এলাকার সমস্যাগুলি শনেন তিনি।
সুকান্ত এদিন ওয়ার্ডের প্রতিটি ভোটারদের সাথে মিলিত হন বয়স্ক মানুষ দের পায়ে হাত দিয়ে প্রনাম করেন। উল্লেখ্য বালুরঘাট-র মোট ভোটদাতার সংখ্যা হল ১৪,৩১,৭০৪ জন। এক সময়, বামেদের শক্ত ঘাটি বালুরঘাট। ১৯৭৭ সাল থেকে ২০০৯ এর লোকসভা ভোট পর্যন্ত বাম শরিক Revolutionary Socialist Party ওরফে আরএসপি’র দখলে ছিল এই কেন্দ্র। ২০১৪ তে বালুরঘাট দখল করে তৃণমূল। এই লোকসভা আসনে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর, তপন, গঙ্গারামপুর, কুশমণ্ডি ও উত্তর দিনাজপুরের ইটাহার।
বর্তমানে বালুরঘাট আসনে বিজেপির প্রভাব অনেকটাই বেশি৷ তবে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল। মন্ত্রী বিপ্লব মিত্র এবারে তৃণমূল প্রার্থী। গত ২০১৪। লোকসভা নির্বাচনে তৃণমূল তৃণমূলকে হারিয়েছে বলেই তৃণমূলের একাংশের দাবি ছিল। ২০১৯ লোকসভা নির্বাচনে বালুরঘাটে প্রথম পদ্ম পতাকা ওড়িয়ে ছিলেন সুকান্ত মজুমদার। এবার লড়াই ত্রিমূখী হলেও মূল লড়াই তৃণমূল ও বিজেপি। একসময় বামেদের দুর্গ থাকলেও বর্তমানে বামফ্রন্ট প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে।