
শেখ এরশাদ,সল্টলেক: শনিবার জুনিয়ার ডাক্তারদের অবস্থান মঞ্চে আচমকা হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৩৫ দিনের মাথায় অবস্থান মঞ্চে হাজির হন তিনি। আরজিকর কান্ডের বিচার চেয়ে ও পাঁচ দফা দাবিতে স্বাস্থ ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তারা।
মুখ্যমন্ত্রী বলেন,আমি মুখ্যমন্ত্রী হিসাবে নয়,বড় দিদি হিসাবে এসেছি। আপনারা কাজে ফিরুন আপনাদের দাবি মানার চেষ্টা করবো। যদিও এদিন মুখ্যমন্ত্রী চলে যাবার পর সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তারা।
তাদের দাবি,মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চে এসেছেন এতে তারা খুশি। আমরাও আলোচনা চাই। যখন যেখানে আলোচনার জন্য ডাকা হবে আমরা তৈরি। ৩০ মিনিট সময় দিলেই আমরা পৌছে যাবো। তবে তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবিতেই এখনও অনড় জুনিয়র ডাক্তারা। উল্লেখ্য, এর আগে নবান্ন জুনিয়র ডাক্তাদের আলোচনা তিন তিনবার ভেস্তে যায়। নবান্ন পর্যন্ত পৌঁছে ও শেষমেষ আলোচনা থেকে বিরত থাকে জুনিয়র ডাক্তারা। বৈঠকের লাইভ সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষমেষ ভেস্তে যায় বৈঠক। তবে এবার একেবারেই অবস্থানস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এবার দেখার রফা সূত্র মেলে কিনা। বরফ কতটা গলে। সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।