
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে পদ্ম ঝড়ে উড়ে গেছে বিরোধীরা। জয়ের আনন্দে বিধানসভায় বিজয়োৎসব পালন করলেন বঙ্গের বিজেপি বিধায়করা। সোমবার রাজ্য বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ, সকল বিজেপি বিধায়করা।
তিন রাজ্যে মোদী-ঝড়ে কার্যত উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। রবিবার চার রাজ্যের ফল ঘোষণা হয়েছে। চারে তিন পেয়েছে বিজেপি। আর এই নির্বাচনের ফলে খুব শীঘ্র বাংলার মাটিতেও প্রভার ফেলবে বলে আরও এক বার চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু। সোমবার বিধানসভাতেও বিজয় মিছিল হবে বলে ঘোষণা রাজ্যের করেন বিরোধী দলনেতা। রাজ্য বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ, সকল বিজেপি বিধায়করা। পথ চলতি মানুষের হাতে লাড্ডু তুলে দেন শুভেন্দু মিহির শঙ্করের। সঙ্গে চলে স্লোগান। মোদীর জয় ধ্বনি।