
নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ ও নবান্ন সাহিত্য পত্রিকার ৬জন সকাল নটা থেকে বারো ঘন্টার প্রতিকী অনশন আন্দোলনে সামিল হন। অনশন মঞ্চে গণসংগীত পরিবেশন করেন সরিৎ চক্রবর্তী, নীতীশ রায়, অনুপ মজুমদার, মেহুলি চক্রবর্তী, মাধব মুখার্জি, সুসমা মুখার্জি, রীনা মজুমদার প্রমুখ। এর সাথে সাথে সাথে অভয়ার বিচারের দাবিতে দুপুর ২-৩০মিঃ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন মঞ্চের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সামিল হন ডাঃ বর্ণালী রায়, অশোক বন্দোপাধ্যায়, শীমা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, পল্টু কাহালী, শমীক সাহা, আকাশ জানা প্রমুখ।
সংগঠনের সম্পাদক সরিৎ চক্রবর্তী জানান–
“আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি – দ্রুত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে মুখোমুখি বসে স্বাস্থ্য ব্যবস্থায় অচলাবস্থা কাটাতে পদক্ষেপ গ্রহন করুন।