
স্বপন বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ পাক গুপ্তচর সংস্থাকে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার করার অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম ভক্ত বংশী ঝা। তিনি বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা। শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) দল তাঁকে গ্রেফতার করে।
এসটিএফ সূত্রে খবর, অভিযুক্ত ভক্ত বংশী ঝা গত তিন মাস ধরে কলকাতায় ডেরা বেঁধেছিলেন। তাঁর কলকাতার আস্তানার খবর পায় পুলিশ। শুক্রবার অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স’র বিশেষ দল। জানা গিয়েছে, অভিযুক্ত এর আগে দিল্লিতে এক কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। সে সময় দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য ভক্ত পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠাচ্ছিলেন, বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত ভক্ত বংশী ঝাকে শনিবার আদালতে পেশ করা হয়। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা বলে জানা গিয়েছে।