
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ তল্লাশি অভিযানের সময় আগে থেকে তা সংবাদমাধ্যমকে জানাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশি অভিযান চালাতে পারবে না ইডি। তল্লাশি এবং বাজেয়াপ্তের সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। চার্জশিট জমা পড়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবে না। সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। সেই মামলায় মঙ্গলবার ইডি এবং সংবাদমাধ্যমের পরিধি বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। ইডি এবং সংবাদমাধ্যমকে অন্তর্বর্তিকালীন নয়া নির্দেশিকা দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সম্প্রতি, অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকেও। এই তদন্তের মধ্যেই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক-পত্নী রুজিরা। আদালতে রুজিরার আইনজীবীদের অভিযোগ, সংবাদমাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশন করছে যাতে তাঁর এবং পরিবারের সম্মান নষ্ট করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, কোনও বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে সংবাদমাধ্যম কার্যত বিচার করে ফেলছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসে।