
নিজেস্ব প্রতিনিধি,কলকাতাঃ ২৫ ডিসেম্বরের বস্তির ছেলে মেয়েদের কেক বিতরণ অনুষ্ঠানের একটি মামলায় আদালতের পর্যবেক্ষন, বস্তি এলাকায় গিয়ে এই অনুষ্ঠান করুন। বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয়। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি শিবজ্ঞানম এই মন্তব্য করেন।
কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ আয়োজন করেছিল কেক বিতরণ অনুষ্ঠানের। কর্মসূচি হওয়ার কথা ছিল ২৫ ডিসেম্বর, যোধপুর পার্ক এলাকায়। বস্তির ছেলে মেয়েদের কেক দেওয়ার ওই অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের সাংসদ মালা রায় সহ অন্যান্য শাসক দলের নেতাদের।
রাস্তা বন্ধ করে ওই কর্মসূচি করা হচ্ছে। তাই তৃণমূল কাউন্সিলরের অনুষ্ঠান নিয়ে, স্থানীয় বাসিন্দাদেরই একাংশ আপত্তি করে। জল গড়ায় কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি জানিয়ে রাস্তা আটকে এই অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি, প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘বস্তি এলাকায় গিয়ে এই অনুষ্ঠান করুন। বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয়”।