
রাজমোহন ঝাঁ, নিউটাউন : নিউটাউনের ইকোপার্কে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন দিলীপ ঘোষ। সেখানে তিনি জানান ‘আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের যে একটা জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন। জল, স্থল, অন্তরীক্ষ সব জায়গায় যোগের অভ্যেস হচ্ছে। সমস্ত দেশ – জাতি – ধর্ম নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে।
দিলীপ ঘোষের দাবি, বর্তমান প্রজন্ম সব থেকে বেশি জটিলতায় রয়েছে তারা অবশ্যই যোগাভ্যাস তৈরি করুন। যোগকে জীবনের অঙ্গ বানান তাহলে জীবন সুস্থ ও সাবলীল থাকবে।’