
সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কারঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আশেপাশের এলাকায় কোনও জমায়েত করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। সেই নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করল লালবাজার। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনও জমায়েত করা যাবে না বলেই নটিশ দিয়ে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
মঙ্গলবার রাতে পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শ্যামপুকুর, টালা থানা এলাকার কয়েকটি রাস্তা ও উল্টোডাঙাতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিবৃতিতে সেটাও উল্লেখ করা হয়েছে।
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর, গত ১৪ অগস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির মাঝে কার্যত তাণ্ডব চলে হাসপাতালে। ব্যপক ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। তারপর থেকেই ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল লালবাজার।