
তামসী রায় প্রধানঃ ফের রাজপথ দখলের ডাক। এবার আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের রাজপথে নামছে কলকাতা। হাতে মশাল নিয়ে, শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪১ কিলোমিটার পথ অতিক্রম করবে মশাল মিছিল। সু বিচারের দাবিতে মিছিলে হাটবেন সমাজের সকল শ্রেনির মানুষ।
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের রাজপথে নামছে কলকাতা। হাতে মশাল নিয়ে। শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪২ কিলোমিটার পথ অতিক্রম করবে এই মশাল মিছিল। বিকাল ৪ টেয় হাইল্যান্ড পার্ক থেকে যাত্রা শুরু করবে মিছিল। জনতার হাতে হাতে ঘুরবে মশাল।
আরজি করের ঘটনার প্রতিবাদে রাত দখলের আন্দোলনের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির গবেষক ছাত্রী রিমঝিম সিনহা। তিনি শুক্রবারের মশাল মিছিলের অন্যতম আয়োজক। তিনি জানান, রাত দখলের কর্মসূচির দিনেই ঘোষণা করা হয়েছিল আরজি করের ঘটনায় দোষীদের সাজা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবারের মিছিল চলমান আন্দোলনের আর একটি ধাপ। এই মিছিলে যোগদানের শর্ত, দলের ঝাণ্ডা নিয়ে আসা যাবে না। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, “তিলোত্তমার জন্য একসাথে, এক পথে”।
সূত্রের খবর, মশাল মিছিলে যোগ দিতে চলেছেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরের স্বাস্থ্য কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, লেখক, চিত্র শিল্পী, চলচ্চিত্র ও নাট্য কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
মিছিল এসএসকেএম সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের পাশ দিয়ে যাবে। উদ্যোক্তারা আরজি কর হাসপাতালে মশাল নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সেখানে এখন মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আছে। তাই রাতে শ্যামবাজারে এসে শেষ হবে মিছিল, বলে জানান রিমঝিম সিনহা।