
নিজেস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় হাইকোর্টের যুবতী আইনজীবীর ‘শ্লীলতাহানি’! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনেই পেশায় আইনজীবী। বাইকে চেপে একসঙ্গে একসঙ্গেই বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু মাঝপথে বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। পায়ে হেঁটে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন স্বামী ও তার স্ত্রী। শিমুলতলা এলাকায় ওই মহিলা ছবি তোলেন কয়েকজন যুবক। সঙ্গে অশ্লীল ইঙ্গিত, মন্তব্যও করেন বলে অভিযোগ করেছেন যুবতী আইনজীবী।
ঘটনার প্রতিবাদ করেন ওই যুবতীর স্বামী। এরপর তাঁকেও অভিযুক্তরা গালিগালাজ, এমনকী হুমকি দেয় বলেও অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন যুবতী আইনজীবী। অভিযোগের ভিত্তিতেই উত্তম গোপ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক।