
নিজেস্ব প্রতিনিধি, সাগরদিঘীঃ শ্বশুরবাড়িতে এসে জামাই রমজান শ্যালকের স্ত্রী তাহিরকে বিয়ের প্রস্তাব দেন। শুরু হয় অশান্তি। সেই সময় হঠাৎই সে নিজের সঙ্গে থাকা তরল দাহ্য পদার্থ শ্বশুরবাড়ির লোকেদের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় ‘কীর্তিমান’জামাই। ঘটনায় মৃত অভিযুক্ত জামাই সহ ৫ জন। ঘটনা টি ঘটেছে শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর গ্রামে।
শ্বশুরবাড়িতে গিয়ে নিজের শ্যালকের স্ত্রীকে হঠাৎই বিয়ের প্রস্তাব দেন জামাই রমজান শেখ। কিন্তু প্রস্তাবে রাজি হয়নি শ্যালকের স্ত্রী। আর প্রস্তাব খারিজ হওয়ায় শ্বশুরবাড়ির সঙ্গে শুরু হয় বচসা। এর পর, আচমকা শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন রমজান। ঘটনা টি ঘটেছে শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর গ্রামে।
ঘটনায় অগ্নিদগ্ধ হন অভিযুক্ত-সহ ছ’জন। সাগরদিঘি থানার পুলিশ গিয়ে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অভিযুক্ত-সহ চার জনের মৃত্যু হয়। মারা গিয়েছে একজন শিশুও। বাকিদের চিকিৎসা চলছে।