
শেখ এরশাদ, ওঙ্কার বাংলাঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিনে ও সরগরম বিধানসভা। দুই বিধায়কের শপথ পাঠ প্রসঙ্গে, রাজ্যুপালকে ফের এক হাত নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সোমবারেও বিধানসভায় আম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকাররা। এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক ধর্নায় বসার আগে আবেদন করেছিলেন তাই ওদের অনুমতি দেওয়া হয়েছে। অধ্যক্ষ বলেন, “রাজ্যপাল আজ আসুন দুই বিধায়কের শপথ গ্রহণ করান রাজ্যপাল অযথা জেদাজেদি করছেন শপথ নিয়ে।
ইতিমধ্যে দুই বিধায়কের শপথ পাঠ প্রসঙ্গে, রাজ্যিপালকে চিঠি লিখেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে বিধানসভায় আসার আবেদন করেছেন। অন্যদিকে, এদিন কোচবিহারে নারী নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে বিধানসভায় ধর্নায় বসেন বিজেপি বিধায়করাও। প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিন উপলক্ষে নির্দিষ্ট কর্মসূচি থাকা সত্ত্বেও, সরগরম বিধানসভা।