
নিজেস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ গত ৯ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে ঠিক কী ঘটেছিল, তা জানতে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। বৃহস্পতিবার প্রক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তৎকালীন উপাধ্যক্ষ তথা সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং তৎকালীন ডিন বুলবুল মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুঁদে গোয়েন্দারা।
গত ৯ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে ঠিক কী ঘটেছিল, তা জানতে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়কে জেরার পাশাপাশি প্রক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আরজি করের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও তলব করে সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সময়ে ওই হাসপাতালের ডিনের দায়িত্বে ছিলেন বুলবুল। ঘটনার পরে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তাঁর নেতৃত্বেও ছিলেন বুলবুল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন বুলবুলের কাছে অনেক তথ্য রয়েছে। প্রসঙ্গত, আরজিকরে তৎকালীন উপাধ্যক্ষ তথা সুপার সঞ্জয় বশিষ্ঠকে এর আগে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজ, বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর, সন্দীপের দেওয়া বয়ান মিলিয়ে দেখার জন্যই হাসপাতালের বাকি কর্তাদের সঙ্গে কথা বলতে চাইছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, বৃহস্পতিবার সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ এবং বুলবুল মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুঁদে গোয়েন্দারা।