
রাজ মোহন ঝা,ওঙ্কারঃ সপ্তম বারের জন্য ফের জেরার মুখোমুখি আরজি কর হাসপাতালের প্রক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে, সন্দীপ ঘোষ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে।
পানিহাটির তরুণী চিকিৎসক কে আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় গোটাদেশ। দোষীদের শাস্তির দাবিতে, বিশ্বের বিভিন্ন প্রান্তের পড়ুয়া থেকে সুশীল সমজা। কলকাতা হাই কোটের নির্দেশে আরজি কর কান্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিযুক্ত অ সন্দেহভজন ব্যক্তিদের দফায় দফায় জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুঁদে গোয়েন্দারা। আরজি কর হাসপাতালের প্রক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। এদিন সকালে, সন্দীপ ঘোষ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে। এর আগে টানা ছয় দিন তাঁকে জিগ্যাসা বাদ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপ ঘোষ, তৎকালীন উপাধ্যক্ষ তথা সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং তৎকালীন ডিন বুলবুল মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুঁদে গোয়েন্দারা। প্রসঙ্গত, সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি ধারা পড়েছে বলে সূত্রের খবর।