
নিজস্ব প্রতিনিধিঃ মিনি টর্নেডোর তাণ্ডবে থমকে গেছে জলপাইগুড়ির জেলার বিস্তীর্ণ এলাকার জনজীবন। অভিযোগ উঠেছে, ঘটনার দুদিন পর ক্ষতিগ্রস্থ পরিবার গুলির মাথার ওপর ছাদের ব্যবস্থা করা হয়নি। খাদ্য নেই। এমনকি পানীয় জলও নেই। এ মত অবস্থায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ১৯ এপ্রিল পরথম দফাতেই জলপাইগুড়ি আসনে লোকসভার ভোটগ্রহণ। টর্নেডোর তাণ্ডবে থমকে ভোটের প্রচার। আগামী রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী সমাবেশ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে বিজেপি সূত্রে খবর, প্রাচার শেষে ঝড়ে বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে জেলার বিজেপি নেতাদের সঙ্গে কথা বলবেন। যেতে পারেন এলাকায় ত্রান পরিস্থিতি দেখতে। যদিও এখনও পর্যন্ত রাজ্য বিজেপির কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও বার্তা আসেনি বলেই জানা গিয়েছে।