
দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমদম বিমান বন্দরে দাঁড়িয়েঅভিষেক বলেন, ED-কে আমি যা লিখে পাঠাচ্ছি সেটা শুভেন্দু অধিকারী টুইট করছেন। আমার আর তদন্তকারী সংস্থার মধ্যে কী চিঠি বিনিময় হয়েছে সেটা শুভেন্দু জানাচ্ছেন। আমি এই নিয়েও আগামী দিন সুপ্রিম কোর্টে যাব। এর একটা CBI বা ইডি তদন্ত হোক। রাজনৈতিকভাবে লড়তে না পেরে এই সব করছে। বিজেপি যদি ভাবে আমার পরিবারকে ডাকলে আমি আত্মসমর্পণ করব, সেটা হবে না। নরেন্দ্র মোদীর যা জেদ, আমরা জেদ তার দশগুণ।