
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা : ২০২৬-এর নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই জনস্বাস্থ্য পরিষেবা নিয়ে নড়েচড়ে বসলো প্রশাসন। প্রাথমিকভাবে ডেঙ্গি প্রতিরোধ নিয়ে বিশেষ ভাবে সতর্ক হচ্ছে রাজ্য সরকার। সেই মর্মে সামনের গ্রীষ্ম এবং বর্ষার আগেই ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করতে প্রশাসনের সর্বস্তরে কড়া নির্দেশ দিল নবান্ন।
প্রতি বছর বৃষ্টি এলেই রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ বাড়ে। বহু মানুষের মৃত্যু ঘটে। হাসপাতালগুলির উপরও অসম্ভব চাপ বাড়ে। তাই এবারও তেমন পরিস্থিতি হলে তা যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য এখন থেকেই পরিকল্পনা করে এগোতে চাইছে রাজ্য সরকার। ডেঙ্গি প্রবণ এলাকাগুলির দিকে বিশেষ নজর দেওয়ার কথাও জানান হয়েছে। উপযুক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য পঞ্চায়েতগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ডেঙ্গি নিয়ন্ত্রণে এ বার আরও আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে ডেঙ্গির মশা ও তার লাভা নিধনের কাজ করবে প্রশাসন। বিশেষ করে যে সব এলাকায় জল জমে থাকার প্রবণতা বেশি, সেইসব জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালান হবে। ফলে এবার রাজ্যে ডেঙ্গি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রতিটি পুরসভা এবং পঞ্চায়েতকে সতর্ক করে দেওয়া হয়েছে। জমা জল পরিষ্কার করা, ফগিং ও স্প্রে জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া, স্থানীয় বাসিন্দাদের সচেতন করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত প্রচারের মাধ্যমে এই সচেতনতার কাজ চলবে। চালু হয়েছে একটি একটি বিশেষ অ্যাপ। যার মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ আসা মাত্রই এ বিষয়ে রাজ্য সরকারের অবস্থান জেলা প্রশাসন তথা স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব।