
বিক্রমাদিত্য বিশ্বাস, ওঙ্কার বাংলা: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ধৃত চোপড়া ব্লকের মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েলকে আদালতে পেশ করল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করেন তদন্তকারীরা।
রাজ্যের বিভিন্ন স্কুলে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় চোপড়া এলাকা থেকে ২০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন চোপড়া ব্লকের মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েল। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতে গা ঢাকা দেন তিনি। বুধবার ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ও চোপড়া থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে চোপড়া ব্লকের মাঝিয়ালি এলাকা থেকে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গোয়ালপোখরের কিচকটলা হাইস্কুলের ১৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের ঘটনা সামনে আসার পর উমর ফারুক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মমতাজুল ইসলামের নাম জানতে পারে।