
নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগের দাবিতে সোমবার বিধানসভার বাইরে বিক্ষোভ এসএলএসটি চাকরি প্রার্থীদের। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারিদের টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করে পুলিশূ। চ্যাংদোলা করে বিক্ষোভকারিদের পুলিশের পিজন ভ্যানে তোলার অভিযোগ।পুলিশের সঙ্গে জরিয়ে পরেন চাকরি প্রার্থীরা। যার জেরে তুমুল হই হট্টোগোলের সৃষ্টি হয় বিধানসভার বাইরে।
নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঞ্চিত এসএলএসটি চাকরি প্রার্থীরা। একদিকে চলছে বিক্ষোভ আন্দোলন। অন্যদিকে কলকাতা হাইকোর্টে চলছে আইনী লড়াই।