
শান্তনু পান, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত ও ১২ জন চিকিৎসক কে সাসপেন্ডের জের! অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে চালু থাকছে সমস্ত জরুরি পরিষেবা।
আন্দোলনে নামতে চলেছেন মেদিনীপুর কলেজের জুনিয়র ডাক্তাররা।স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড করা হয়েছে কলেজ সুপার ও ১২ জন চিকিৎসককে। যার ফলে মেদিনীপুরে শুরু হলো উলট পুরান। শুক্রবার থেকে কর্ম বিরতি শুরু করেছেন অ্যানেস্থিসিয়া ও গাইনোকোলজিস্ট এর দুটি ডিপার্টমেন্টের ২২ জন ডাক্তার ডাক্তার সহ মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। যদিও শুক্রবার সকালে জুনিয়র ডাক্তাররা বৈঠকের পর জানান, সম্পূর্ণ কর্মবিরতি হচ্ছে না জরুরি পরিষেবা সহ পিডি চালু থাকছে। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন হাসপাতালে আসা অসংখ্য রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা।