
প্রদীপ কুমার মাইতি, পশ্চিম মেদিনীপুর : মাঘের শুরুতে শীত পড়েছে জাঁকিয়ে। জেলায় জেলায় চলছে মেলা, বইমেলা, কার্নিভাল। আর এবার সংহতি ও সম্প্রীতির বার্তা দিতেই শুরু হল শতাব্দী প্রাচীন গড়হরিপুর গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের গড়হরিপুর স্কুল বাজার প্রাঙ্গণে গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাঁতন ২ ব্লকের বিডিও রাজনীষ কুমার যাদব ও ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ইপ্তেকার আলি। দাঁতন ২ ব্লকের বিডিও রাজনীষ কুমার যাদব বলেন, মেলা মানেই মহামিলন। এই মেলা খুবই উল্লেখযোগ্য। এখানে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা উপভোগ করেন।
দশদিনব্যাপি এই মেলায় রয়েছে শতাধিক স্টল। বস্ত্রবিতরণ, রক্তদান-সহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।