
সায়ন মাইতি, পশ্চিম মেদিনীপুর : শীতের রাতে শহরবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সে সময় দুষ্কৃতীদের বেনজির তাণ্ডব। অভিযোগ, অসাধু প্রোমোটার মেদিনীপুর শহরের গোলকুয়ারচক এলাকায় বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয় একের পর এক দোকান।ঘটনাস্থলের ঢিল ছোড়া দূরে কোতোয়ালি থানা। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। জানা গিয়েছে, যেখানে বুলডোজার তান্ডব হয়েছে, সেখানে বহু পুরনো চারটি দোকান ছিল।
এক ক্ষতিগ্রস্থ দোকানি বলেন, হঠাৎই রাত দেড়টা নাগাদ তারা জানতে পারেন কেউ বা কারা এসে তাদের দোকানে বুলডোজার ও জেসিবি দিয়ে ভাঙচুর চালাচ্ছে। আশ্চর্য বিষয়, দোকান ভাঙার কোনও রকম তথ্য বা নোটিশ পাননি তারা। তাদের দাবি, তারা গিয়ে যখন দুষ্কৃতীদের বাধা দেন, তখন বন্দুক নিয়ে ভয় দেখানো হয় তাদের।
স্বাভাবিকভাবে এই ঘটনায় সারা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শান্তির শহর মেদিনীপুরে এই ধরনের ঘটনা মানুষ দেখতে অভ্যস্ত নন। পুরপ্রধান সৌমেন খানের আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুরসভার পক্ষ থেকে দোকান বানিয়ে দেওয়া হবে।
এই ঘটনার জন্য মূলত জায়গার মালিক ও তিন প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পুলিশ সূত্রে খবর, একজনকে আটক করা হয়েছে। অধরা বাকি তিন জনের খোঁজ চলছে ।