
পার্থ পাল, হাওড়া : হাওড়া ময়দান মেট্রো সামনে থেকে একটি মিছিল জি টি রোড দক্ষিণ দিয়ে নবান্নের দিকে যাবার কথা। সালকিয়া চৌরাস্তায় একটি মিছিল হাওড়া ময়দানের মিছিলের সাথে মিশে জি টি নবান্নের দিকে যাবে বলে যাবে বলে জানা গিয়েছে। সকাল থেকেই নবান্নের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাওড়া ময়দান এলাকা ঘিরে ফেলা হয়েছে। নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সারা কলকাতা ও হাওড়া জুড়ে সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।