
অনুসূয়া সিনহা,দুর্গাপুর :মদ বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় সিপিএম নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।তবে এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার ঘটনা ।স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় অবৈধ মদ বিক্রির প্রতিবাদ জানাতে শনিবার এলাকার মহিলাদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান বাম যুব সংগঠনের স্থানীয় নেতা মোহন পাসওয়ান। এরপরই রবিবার মোহন পাসওয়ানের বাড়িতে শাসক দলের নেতৃত্বে অবৈধ মদ বিক্রেতারা হামলা চালায় বলে অভিযোগ । রান্নার হাঁড়ি, বাড়ির আসবাবপত্র ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।
যদিও দুর্গাপুর এক নম্বর ব্লক এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা রাজীব ঘোষ জানিয়েছেন হামলার অভিযোগ সম্পূর্ন মিথ্যা । তিনি পাল্টা অভিযোগ করেন শনিবার রাতে মোহন পাসওয়ানের নেতৃত্বে কয়েকজন তাদের দলীয় কার্যালয়ে ঢুকে তাদের এক কর্মীকে হেনস্থা করেছে। এছাড়াও এলাকায় অবৈধভাবে মদের করবার বন্ধ করতে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন রাজিব ঘোষ।