
অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম : মকর সংক্রান্তির আগেই নামল পারদ। উত্তর থেকে দক্ষিণ, বঙ্গের জেলায় জেলায় জমিয়ে ঠাণ্ডা পড়েছে। জঙ্গলমহলের বিভিন্ন জেলাগুলিতে বিশেষত ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় সকালের দিকে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। ঘন কুয়াশার জেরে প্রভাব পড়েছে যান চলাচলে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী তিনদিন তাপমাত্রা ক্রমশ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্প-এ।