
ওঙ্কার ডেস্ক:ফেসবুক লাইভ করে আত্মঘাতী হলেন বরানগরের এক স্কুল শিক্ষিকা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে এই চরম সিদ্ধান্ত নেন বরানগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাসবীর কৌর। ৫৪ বছর বয়সী এই মহিলা দীর্ঘদিন ধরে ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। কর্মক্ষেত্রে তাঁকে মানসিকভাবে হেনস্থা করা হতো বলে অভিযোগ করেন ফেসবুক লাইভে। ফেসবুকে লাইভ করার পরেই পরিজনরা তড়িঘড়ি তাঁর ঘরে পৌঁছয়। কিন্তু ততক্ষণে সব শেষ। নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই শিক্ষিকা।ইতিমধ্যে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। স্কুলের প্রিন্সিপাল, পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নিহত শিক্ষিকার ভাই যশবিন্দর সিং। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
স্কুলে ওই শিক্ষিকা সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। সেই সঙ্গে খুব ভালো করে পড়াতেন বলে জানান এক তাঁর এক সহকর্মী।মানসিক হেনস্থার পাশাপাশি তাঁকে অপমানজনক মন্তব্য করা হতো বলে অভিযোগ করেন ওই শিক্ষিকার পরিজনরা।