
তাপস ঘোষ, কান্দি: কান্দি- সরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য । শুক্রবার রাতে নিজের বাড়িতে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই চিকিৎসক। মৃতের নাম পৌলমি বিজয়পুরি। তিনি বহড়া উপ স্বাস্থ্য কেন্দ্রের এমও ছিলেন। মৃত চিকিৎসকের বাবা প্রশান্ত বিজয়পুরিও একজন চিকিৎসক। স্কিন স্পেশালিস্ট পৌলমি বিজয়পুরি বড়ঞা গ্রামীন হাসপাতাল সংলগ্ন এলাকায় সপ্তাহে একদিন প্রাইভেট প্রাকটিস করতেন। চিকিৎসকের মৃত্যুর কারণ নিয়ে পরিবারের কেউ মুখ খুলতে চাননি। তবে পরিবার,সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যাবেলা বাড়িতে ভাইয়ের সঙ্গে গল্প করছিলেন তিনি। রাত সাড়ে নটা নাগাদ ভাইকে ম্যাগি তৈরি করতে পাঠান। ম্যাগি তৈরি করে নিয়ে এসে ভাই দেখেন দিদি গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে কান্দি মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। কান্দি থানার আইসি মৃনালকান্তি দাস বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।