
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা : সুন্দরবন এলাকার নদী বাঁধ রক্ষায় এবার এগিয়ে এসেছেন মহিলা বাহিনী। দক্ষিণ ২৪ পরগণা জেলার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায় দেখা গেল এমনই চিত্র। নদী বাঁধ রক্ষা করার জন্য প্রায় ৩০০ রও বেশি মহিলা কাজ করে চলেছেন। কর্মরত মহিলারা জানান,নদী বাঁধ রক্ষা করতেই তারা কাজ করছেন।
এদের উৎসাহ দিচ্ছে একটি বেসরকারি সংস্থা। সংস্থা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই তারা বিভিন্ন প্রাকৃতিক উপায় নিয়েছেন বাঁধ রক্ষার জন্য। প্রথমত,নদী বাঁধের গায়ে লাইন ধরে বসানো হয়েছে ভাটিবা নামক ঘাস, যার শিকড় ১০ ফুট পর্যন্ত নিচে গিয়ে মাটি ধরার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, রাস্তার ধারে বসানো হয়েছে ম্যানগ্রোভ জাতীয় গেমা গাছের চারা, যা নদীর ঢেউ থেকে বাঁধকে রক্ষা করবে। পাশাপাশি কেওড়া,গরান জাতীয় গাছ বসানো হয়েছে,যা প্রাচীরের ঢেউ কে প্রতিহত করবে। সংস্থার সভাপতি জানান, এই কংক্রিটের থেকে পদ্ধতিতে বাঁধ রক্ষা বেশি কার্যকরী।
প্রসঙ্গত,গত বুলবুল, ইয়াস, আমফান,ফনি, যশ নামক প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের হাজার হাজার মানুষের ঘর ছাড়া করেছে। সুন্দরবনের নদীবাঁধের বেহাল দশা আবারও সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় সুন্দরবনের মানুষকে। তাই আগে থেকেই নদী বাঁধ রক্ষায় নেমেছেন সুন্দরবনের মহিলারা।