
গোপাল শীল, দক্ষিন ২৪ পরগণা: কাকদ্বীপের মেয়ের বিশ্বজয়। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে সম্মানিত হলেন কাকদ্বীপের ছাত্রী কোয়েল পুরকাইত। বৃহস্পতিবার তাঁর বাড়িতে সার্টিফিকেট সহ স্মারক এসে পৌঁছেছে। চার বছর বয়স থেকে আঁকা শেখা শুরু করার পর, সব সময়ের সঙ্গী হয়ে ওঠে তা, জানা গিয়েছে, ২০২৩ সালে ৩.৯ চওড়া ও ৩.২ লম্বা সেন্টিমিটারের ছোট ঈজেল স্ট্যান্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন। আঙুলের ছাপ দিয়ে ১.৭ বাই ১.৩ সেন্টিমিটার মাপের সবচেয়ে ছোট গণেশের মূর্তি বানিয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করল কাকদ্বীপের কোয়েল।
মেয়ের সাফল্যে খুশী পরিবারের সদ্যসেরা, তাদের পরিবারের কেঊ আগে এমণ আন্তর্জাতিক স্তরে পৌঁছয়নি তাই গর্বিত তারাও ।