
সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: বয়স মাত্র তিন বছর। এই বয়সের বাচ্চাদের অক্ষর শেখাতেই হিমশিম খান মা বাবা ও শিক্ষকেরা। কিন্তু ঐ ছোট্ট শিশু কোন দেশের পতাকা এক পলক দেখে নিমেষেই বলে দিতে পারে ঐ দেশের নাম। বসিরহাটের ধান্যকুড়িয়ার বাসিন্দা ছোট্ট জিশা সেই বিরল প্রতিভার জেরে জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে। জিশা সরকার মাত্র ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০টি দেশের পতাকা শনাক্ত করতে পারে।
ছোট্ট জিশার বাবা জয়দেব সরকার পেশায় শিক্ষক। আর মা পায়েল সরকার বাড়ির কাজ সামলান। বাবার উৎসাহে ছোট থেকেই জিশা পতাকা দেখে সংশ্লিষ্ট দেশের নাম বলে দেওয়ার চর্চা করত। তারই ফলস্বরুপ এবার নাম উঠল বিশ্ব রেকর্ডে।
চলতি বছরে গত ৩০ অক্টোবর জিশার পরিবারের তরফে ওয়ার্ল্ডওয়াইড বুক অফ রেকর্ডসে আবেদন করেছিল। তারপর মোবাইলে ভিডিও’র মাধ্যমে পরীক্ষা দেয় ছোট্ট জিশা। সেই পরীক্ষায় সফল হতে তার ঠিকানায় শংসাপত্র, মেডেল-সহ স্মরক পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। গ্রামের মেয়ে বিশ্ব রেকর্ড করায় উচ্ছ্বাসে মেতেছেন বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রামের বাসিন্দারা।
ভিডিও দেখুন-