
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বয়সের কারণে হলুদ ট্যাক্সি গুলি ক্রমশ উঠে যেতে বসেছে। শহরের ঐতিহ্য এই বাহন যাতে একেবারে উধাও হয়ে না যায় তার জন্য নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। এ বার থেকে অ্যাম্বাসাডরের মতো অন্য অন্য যানবাহনও হলুদ রঙ করে ‘হলুদ ট্যাক্সি’ হতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশে ১৫ বছরের বেশি গাড়িগুলি আর চলবে না রাস্তায়। আর এর কোপ পড়তে চলেছে হলুদ ট্যাক্সিতে। কলকাতা শহরের ঐতিহ্য হলুদ ট্যাক্সি রক্ষা করতে আন্দোলনে নেমেছে ইতিমধ্যে একাধিক সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে বাণিজ্যিক যাত্রিবাহী গাড়ি এবং ১৫ বছর হয়নি এমন ব্যক্তিগত মালিকানাধীন অ্যাম্বাসাডর গাড়িকে শর্তসাপেক্ষে হলুদ রং করে ট্যাক্সি হিসাবে চালাতে দেওয়ার দাবি জানানো হয়। পরিবহণমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। এরপর সরকারিভাবে জারি করা হল এই নির্দেশিকা।
অন্যদিকে, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্যাক্সি চালকদের সংগঠন। শহরের রাস্তায় ‘হলুদ ট্যাক্সি’র বিলুপ্ত হওয়া ঠেকাতে সরকারের এই নির্দেশ খুবই কার্যকরী হবে বলে মনে করছেন ট্যাক্সি ইউনিয়নের নেতারা।