
তামসী রায় প্রধান, কলকাতাঃ ফের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। প্রবাদপ্রতিম ব্যঙ্গচিত্রী আর কে লক্ষ্মণের ১৯৬২ সালের একটি কার্টুনের ছবি পোস্ট করেছেন। কিন্তু এবার তিনি নিজে কিছু লেখেন নি। আরজি কর কাণ্ডকে নিয়ে রাজ্যে টালমাটাল পরিস্থিতিতে তৃণমূল সাংসদ এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সুখেন্দু যে পোস্টটি করেছেন, তাতে দেখা যাচ্ছে ‘একটি যুবককে পুলিশ জনবহুল রাস্তার উপর দিয়ে জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য আশপাশের লোকজন অবাক চোখে দেখছেন। ইতিহাস বলছে, ১৯৬২ সালের ২৬ ডিসেম্বর এই কার্টুন প্রকাশিত হয়েছিল। কার্টুন শিল্পী আর কে লক্ষ্মণ সঙ্গে লিখেছিলেন, “তুমি কোনও গুজব ছড়াওনি। কিন্তু, তোমার অপরাধ হল, তুমি সত্যকথা ছড়িয়েছ”।
পোস্টে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় একটি হাসির ইমোজি ব্যবহার করেছেন। উল্লেখ্য, সম্প্রতি আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরার করার জন্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। এরপর কলকাতা পুলিশ তৃণমূল সাংসদকে লাল বাজারে তলব করে দুবার নোটিশ পাঠায়। সুখেন্দু শেখর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষা কবচের আবেদন করেন গ্রেফতারি ঠেকাতে।
ওয়াকিবহাল মহলের দাবি, এই কাটুন পোষ্ট করে কলকাতা পুলিশকে কার্যত কটাক্ষ করেছেন। পাশাপাশি পুলিশের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি বলে ওয়াকিবহাল মহল মনে করছে।