
অমিত কুমার দাস, কলকাতা: নজির বিহীন ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে। এক ইউটিউব চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে ভুল ধারায় মামলা করায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার এক তদন্তকারী আধিকারিককে এজলাসে দাঁড় করিয়ে অভিনব কায়দায় শাস্তি দেওয়া হয়। ওই তদন্তকারী অফিসারকে জোরে জোরে আইনের ধারা পড়ান বিচারপতি জয় সেনগুপ্ত।
অভিযোগ ইউটিউব চ্যানেলের এক সঞ্চালক তার পরিবেশনায় উস্কানিমূলক শব্দ ব্যবহার করেছিলেন। তিনি ‘জল্লাদ’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে সন্দেশখালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়। ওই ইউটিউবারের বিরুদ্ধে মানহানি, সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়। এদিকে সেই এফ আই আর কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। আইন অনুযায়ী জল্লাদ শব্দ প্রয়োগের জন্য কোন ব্যক্তিকে অভিযুক্ত করা যায় না বলে মনে করছে আদালত।
এর প্রেক্ষিতে আদালতে উপস্থিত তদন্তকারী অফিসার কে সংশ্লিষ্ট আইনের ধারা জোরে জোরে পড়ার নির্দেশ দেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর। ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত ঐ ইউটিউব চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।