
নিজস্ব প্রতিনিধি: রবিবার সন্ধ্যায় ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’-কে পাঠানো দ্বিতীয় চিঠিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ স্পন্থ পুজোর কার্নিভালের দিন দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন। এবার সেই আবেদনের উত্তর দিলেন ডাক্তাররা। জানালেন আইন মেনে দ্রোহের কার্নিভাল হবে।
‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’-এর আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোনার বলেছেন, “আমরা এক বারও বলছি না সরকারের কার্নিভাল (পুজোর কার্নিভাল) বাতিল করার জন্য। উদযাপনের সাংবিধানিক অধিকারকে আমরা সম্মান করি। একই ভাবে আমাদেরও অধিকার রয়েছে উৎসবে বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে ১৫ অক্টোবর দ্রোহের কার্নিভাল ডাকা হয়েছে। সরকারের তা প্রত্যাহার করতে বলা আমাদের কাছে হতাশাজনক।”
জুনিয়র ডাক্তারদের অনশন এবং তাদের শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করে তারা বলেছেন, “এই কঠিন পরিস্থিতিতেও সরকার উদযাপনকেই গুরুত্ব দিচ্ছে।”
প্রসঙ্গত ১১ই অক্টোবরের চিঠিতে মুখ্য সচিব ত্রিধারা বিক্ষোভকারীদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সময় হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছিলেন। তার উত্তরে ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’-এর চিকিৎসকরা জানিয়েছেন যে আইনের সীমার মধ্যে থেকেই হাইকোর্টের নির্দেশ মেনে হবে ‘দ্রোহের কার্নিভাল’।